আমাদের গল্পগুলো তেঁতুল পাতার
আমাদের লক্ষ্যগুলো বিকল্প সমাজ
আমাদের ক্লান্তিগুলো ঘেমো গামছার
আমাদের চিন্তাগুলো পাখিভর্তি গাছ…
আমাদের ছটফট না-বোঝার কাছে
আমাদের অভিমান বৃষ্টিরাত শোনে
আমাদের থতমত সভ্যতার আঁচে
আমাদের কত তারা উল্কাদিন গোনে !
আমাদের ছোট নদী অলিতে গলিতে
আমাদের স্বপ্ন নিয়ে বয়ে যায় ধীরে
আমাদের বাস্তবতা যাদু দেয় ফ্রি-তে
আমাদের ইচ্ছেগুলো বৃষ্টিদের ভিড়ে…
আমাদের সামান্যের আছে কিছু দাবি
আমাদের নিয়ে গিয়ে অনন্তে হারাবি ?